লেখকঃ অধ্যাপক মুহাম্মদ নুরুল ইসলাম
১) “জুম’আর দিন গোসল করা। যাদের উপর জুম’আ ফরজ তাদের জন্য এ দিনে গোসল করাকে রাসুল (সাঃ) ওয়াজিব করেছেন।” [বুখারীঃ ৮৭৭, ৮৭৮, ৮৮০, ৮৯৭, ৮৯৮]। পরিচ্ছন্নতার অংশ হিসাবে সেদিন নখ ও চুল কাটা একটি ভাল কাজ।
২) জুম’আর সালাতের জন্য সুগন্ধি ব্যবহার করা। [বুখারীঃ ৮৮০]
৩) মিস্ওয়াক করা। [ইবনে মাজাহঃ ১০৯৮, বুখারীঃ৮৮৭, ইঃফাঃ৮৪৩]
৪) গায়ে তেল ব্যবহার করা। [বুখারীঃ৮৮৩]
৫) উত্তম পোশাক পরিধান করে জুম’আ আদায় করা। [ইবনে মাজাহঃ১০৯৭]
৬) মুসুল্লীদের ইমামের দিকে মুখ করে বসা। [তিরমিযীঃ৫০৯, ইবনে মাজাহঃ১১৩৬]
৭) মনোযোগ সহ খুৎবা শোনা ও চুপ থাকা- এটা ওয়াজিব। [বুখারীঃ ৯৩৪, মুসলিমঃ৮৫৭, আবু দাউদঃ১১১৩, আহমাদঃ১/২৩০]
৮) আগে ভাগে মসজিদে যাওয়া। [বুখারীঃ৮৮১, মুসলিমঃ৮৫০]
৯) পায়ে হেঁটে মসজিদে গমন। [আবু দাউদঃ ৩৪৫]
১০) “জুম’আর দিন ফজরের নামাজে ১ম রাক’আতে সূরা সাজদা (সূরা নং-৩২) আর ২য় রাকা’আতে সূরা ইনসান(দাহর)(সূরা নং-৭৬) পড়া।” [বুখারীঃ৮৯১, মুসলিমঃ৮৭৯]
১১) “সূরা জুম’আ ও সূরা মুনাফিকুন দিয়ে জুম’আর সালাত আদায় করা। অথবা সূরা আলা ও সূরা গাশিয়া দিয়ে জুম’আ আদায় করা।” [মুসলিমঃ৮৭৭, ৮৭৮]
১২) জুম’আর দিন ও জুম’আর রাতে বেশী বেশী দুরুদ পাঠ। [আবু দাউদঃ ১০৪৭]
১৩) এ দিন বেশী বেশী দোয়া করা। [বুখারীঃ ৯৩৫]
১৪) মুসুল্লীদের ফাঁক করে মসজিদে সামনের দিকে এগিয়ে না যাওয়া। [বুখারীঃ৯১০, ৮৮৩]
১৫) মুসুল্লীদের ঘাড় ডিঙ্গিয়ে সামনের কাতারে আগানোর চেষ্টা না করা। [আবু দাউদঃ ৩৪৩, ৩৪৭]
১৬) কাউকে উঠিয়ে দিয়ে সেখানে বসার চেষ্টা না করা। [বুখারীঃ৯১১, মুসলিমঃ২১৭৭, ২১৭৮]
১৭) খুৎবা চলাকালীন সময়ে মসজিদে প্রবেশ করলে তখনও দু’রাকা’আত ‘তাহিয়্যাতুল মাসজিদ’ সালাত আদায় করা ছাড়া না বসা। [বুখারীঃ ৯৩০]
১৮) “জুম’আর দিন জুম’আর পূর্বে মসজিদে জিকর বা কোন শিক্ষামুলক হালকা না করা। অর্থাৎ ভাগ ভাগ হয়ে, গোল গোল হয়ে না বসা, যদিও এটা কোন শিক্ষামূলক অনুষ্ঠান হোক না কেন।” [আবু দাউদঃ ১০৮৯]
১৯) কেউ কথা বললে ‘চুপ করুন’ এটুকুও না বলা। [নাসায়ীঃ ৭১৪, বুখারীঃ ৯৩৪]
২০) মসজিদে যাওয়ার আগে কাঁচা পেয়াজ, রসুন না খাওয়া ও ধুমপান না করা। [বুখারীঃ ৮৫৩]
২১) ঘুমের ভাব বা তন্দ্রাচ্ছন্ন হলে বসার জায়গা বদল করে বসা। [আবু দাউদঃ ১১১৯]
২২) ইমামের খুৎবা দেওয়া অবস্থায় দুই হাঁটু উঠিয়ে না বসা। [আবু দাউদঃ ১১১০, ইবনে মাজাহঃ ১১৩৪]
২৩) খুৎবার সময় ইমামের কাছাকাছি বসা। জান্নাতে প্রবেশের উপযুক্ত হলেও ইমাম থেকে দূরে উপবেশনকারীরা বিলম্বে জান্নাতে প্রবেশ করবে। [আবু দাউদঃ ১১০৮]
২৪) জুম’আর দিন সূরা কাহফ পড়া। এতে পাঠকের জন্য আল্লাহ তায়ালা দুই জুম’আর মধ্যবর্তী সময়কে আলোকিত করে দেন। [হাকেমঃ ২/৩৬৮, বায়হাকীঃ ৩/২৪৯]
২৫) “জুম’আর আযান দেওয়া। অর্থাৎ ইমাম মিম্বরে বসার পর যে আযান দেওয়া হয় তা।” [বুখারীঃ ৯১২]
২৬) “জুম’আর ফরজ নামাজ আদায়ের পর মসজিদে ৪ রাকা’আত সুন্নাত সালাত আদায় করা।” [বুখারীঃ ১৮২, মুসলিমঃ ৮৮১, আবু দাউদঃ ১১৩০]
২৭) উযর ছাড়া একই গ্রাম ও মহল্লায় একাধিক জুম’আ চালু না করা। আর উযর হল এলাকাটি খুব বড় হওয়া, বা প্রচুর জনবসতি থাকা, বা মসজিদ দূরে হওয়া, বা মসজিদে জায়গা না পাওয়া, বা কোন ফিতনা ফাসাদের ভয় থাকা। [মুগনি লিবনি কুদামাঃ ৩/২১২, ফাতাওয়া ইবনে তাইমিয়্যাহঃ ২৪/২০৮]
২৮) “ওজু ভেঙ্গে গেলে মসজিদ থেকে বের হয়ে যাওয়া। অতঃপর আবার ওজু করে মসজিদে প্রবেশ করা।” [আবু দাউদঃ ১১১৪]
২৯) “একান্ত উযর না থাকলে দুই পিলারে মধ্যবর্তী ফাঁকা জায়গায় সালাত আদায় না করা।” [হাকেমঃ ১/১২৮]
৩০) “সালাতের জন্য কোন একটা জায়গাকে নির্দিষ্ট করে না রাখা, যেখানে যখন জায়গা পাওয়া যায় সেখানেই সালাত আদায় করা।” [আবু দাউদঃ৮৬২] অর্থাৎ আগে থেকেই নামাজের বিছানা বিছিয়ে জায়গা দখল করে না রাখা বরং যে আগে আসবে সেই আগে বসবে।
৩১) “কোন নামাজীর সামনে দিয়ে না হাঁটা অর্থাৎ মুসুল্লী ও সুতরার মধ্যবর্তী জায়গা দিয়ে না হাঁটা।” [বুখারীঃ৫১০]
৩২) “এতটুকু জোরে আওয়াজ করে কোন কিছু না পড়া, যাতে অন্যের সালাত ক্ষতিগ্রস্ত হয় বা মনোযোগে বিঘ্ন ঘটে।” [আবু দাউদঃ ১৩৩২]
৩৩) পায়ে হেঁটে মসজিদে যাওয়ার ফযীলত অন্তরে জাগরূক রাখা।
৩৪) হাঁটার আদব মেনে মসজিদে গমন করা।
৩৫) “খুৎবার সময় খতীবের কোন কথার সাড়া দেওয়া বা তার প্রশ্নের জবাব দানে শরীক হওয়া জায়েজ।” [বুখারীঃ ১০২৯, মুসলিমঃ ৮৯৭]
৩৬) হানাফী আলেমগন বলেছেন যে, “ভিড় প্রচণ্ড হলে সামনের মুসুল্লীর পিঠের উপর সিজদা দেওয়া জায়েজ।” [আহমাদঃ১/৩২] দরকার হলে পায়ের উপর ও দিতে পারে (আর রাউদুল মুরবী)
৩৭) “যেখানে জুম’আর ফরজ আদায় করেছে, উত্তম হল ঐ একই স্থানে সুন্নাত না পড়া। অথবা কোন কথা না বলে এখান থেকে গিয়ে পরবর্তী সুন্নাত সালাত আদায় করা।” [মুসলিমঃ ৭১০, বুখারীঃ ৮৪৮]
৩৮) ইমাম সাহেব মিম্বরে এসে হাজির হওয়ার পূর্ব পর্যন্ত তাসবীহ-তাহলীল, তাওবা- ইস্তিগফার ও কুরআন তিলাওয়াতে রত থাকা।
সূত্রঃ বই-প্রশ্নোত্তরে জুমু’আ ও খুৎবা
পরিমার্জনেঃ ডঃ মোহাম্মদ মনজুরে ইলাহী, ডঃ আবু বকর মুহাম্মদ জাকারিয়া মজুমদার, ডঃ মুহাম্মদ সাইফুল্লাহ।
'আপনিও হোন ইসলামের প্রচারক'
প্রবন্ধের লেখা অপরিবর্তন রেখে এবং উৎস উল্লেখ্য করে আপনি Facebook, Whatsapp, Telegram, ব্লগ, আপনার বন্ধুদের Email Address সহ অন্য Social Networking ওয়েবসাইটে শেয়ার করতে পারেন, মানবতার মুক্তির লক্ষ্যে ইসলামের আলো ছড়িয়ে দিন। ইসলামি দা’ওয়াহ্র ৮০ টিরও বেশী উপায়! বিস্তারিত জানতে এইখানে ক্লিক করুন "কেউ হেদায়েতের দিকে আহবান করলে যতজন তার অনুসরণ করবে প্রত্যেকের সমান সওয়াবের অধিকারী সে হবে, তবে যারা অনুসরণ করেছে তাদের সওয়াবে কোন কমতি হবেনা" [সহীহ্ মুসলিম: ২৬৭৪]
Thanks..
Nice………………
জুমআর খুতবাকালে তাহিয়্যাতুল মসজিদ পড়া সম্পর্কে একটি বিভ্রান্তি ও তার জবাবhttp://www.somewhereinblog.net/blog/asksumon0000/29572283
Though it is very simple but usually we don’t follow all of these. From now onward we must obey. Thanks, M Jamal Uddin
Bukharir Refrence gulo Islamic foundation ar onubad ar sathe mil pelam na????
Ae article ti porun, keno reference mile nai – https://quraneralo.com/bukhari-sharif-review/
Assalamu Alikum Hamzaa Vai,
Apner reff ti onek agai poraci. amar monahoi, na melar picona amader dos nai. amr kaca ja bukharir copy ti ace ta Quranaralo theka neya. jodi apnara akmot hon ja islamic foundation ar copy ta majhe vul ace tahola kano apnara saita upload kora rakcen?
Amar monahoy oi copyti delete kora dan. jotokkhan Tawhid Prokasonir copy ta na asa. ta nahola bivranti kombe na. Karon apnra oi islamic foundation ar copyti sorboraho korben abar bolben tawhid prokasonir ta thaka Reff, aita Contradictory. Asa kori vul bujben na.
Feed back janala khusi hobo.
Walaykum Assalaam..
Islamic Foundation er tate bhul nai, shudhu kichu hadith ora baad dewate hadith number gula match kore na. tobe apni aekhane jei reference gula dewa ache, oitar 10/15 ta hadith aage ebong pechone check korun, hadith gula peye jaben, hoito wordings same hobe na, tobe hadith er meaning same thakbe..
Zazkallah khairan vi. Tobe Tawhid prokasonir copy ti uplod korla khub khusi hotam. r apnader jonno Doa roilo.
শবে বরাত বিদআত না সুন্নাত কিছু লিখা চাই
nurulhaque Paben InshahAllah
quraneralo nurulhaque জাজাকাল্ললাহু খায়ের
quraneralo nurulhaque জাজাকাল্ললাহু খায়ের
jumar namaj koto rakat hadicer aloke jante cai.
Muslim by nobe
AllahuAkbar
Alhamdolillah
subhanalla
Ameen
Subhanallah
Allah amader koma koro__
SubahanAllah..
ANEEN.