কুরআনে কোন কথাটি রয়েছে, কোনটি নেই, কোন আয়াত কত নং সূরার, তা একজন কুরআন বিশ্লেষক মুমীনের জানা খুব জরুরী। আজ আপনাদের পরিচয় করিয়ে দেব “জিকর” নামের একটি সফটওয়্যারের সাথে যেটি নিমিষেই জানিয়ে দেবে আপনার কাঙ্খিত শব্দটি। সফটওয়্যারটিতে বাংলায় সার্চ করার সুযোগ রয়েছে।
টিউটোরিয়াল
১. প্রথমে এই লিংক থেকে ৭.৭ মেগাবাইটের সফটওয়্যারটি ডাউনলোড করে ইন্সটল করে নিন। (এটি একটি ফ্রিওয়্যার তাই সিরিয়ালের দরকার নেই)
২. এই লিংক এ ক্লিক করে বাংলা অনুবাদের ফাইলটি (bn.hoque.trans.zip) সরাসরি ডাউনলোড করুন। তর্জমাটি জহুরুল হকের করা। বিস্তারিত জানতে এই লিংকে ক্লিক করুন। অন্য ভাষার তর্জমা চাইলে এখানে ক্লিক করে ডাউনলোড করে নিন।
৩. আপনার পিসিতে সোলায়মান লিপি বা যেকোন ইউনিকোড বাংলা ফন্ট ইন্সটল থাকতে হবে। না থাকলে এখান থেকে ডাউনলোড করে নিন। তারপর কন্ট্রোল প্যানেল থেকে ফন্ট ফোল্ডারে পেস্ট করুন।
[সফটওয়্যারটি চালাতে জাভা রানটাইম ইনভায়রমেন্ট দরকার, যদি পিসিতে না থেকে থাকে তবে এখান থেকে জাভা ডাউনলোড করে ইন্সটল করে নিন]
৪. এবার সফটওয়্যারটি চালু করে নিচের স্ক্রিণশট অনুসরণ করুন। প্রথমে Tools>Add>Translation এ ক্লিক করুন।
৫. বাংলা অনুবাদের bn.hoque.trans.zip ফাইলটি হার্ডডিস্ক থেকে সিলেক্ট করে Open এ ক্লিক করুন।
৭. কনর্ফামেশন মেসেজ আসবে OK করুন।
৮. এবার View > Translation > [bn] মাওলানা মুহিউদ্দীন খান এ ক্লিক করুন। বাংলা আসবে।
পর্দায় যে বাংলা দেখা যাচ্ছে তা ক্রিস্টাল ক্লিয়ার নয়। আমরা এখন সোলায়মান লিপি ফন্ট সিলেক্ট করবো যাতে ঝকঝকে বাংলা পেতে পারি। এজন্য-
৯. Tools থেকে Options এ ক্লিক করুন। এখান থেকে View এ ক্লিক করুন, নিচের স্ক্রিণশটের মত পাবেন-
১০. trans_bn_fontName এর ঘরে SolaimanLipi টাইপ করুন, তারপর একটি কমা (,) দিন যেমন স্ক্রিণশটে দেখানো হয়েছে। Apply করে OK করুন। পেয়ে গেলেন ক্রিস্টাল বাংলা!
সার্চ করার কৌশল
ধরুন আপনি কোরআন শরীফের “তওবা” শব্দটি কোথায় আছে জানতে চাইছেন। তাহলে বামদিকের Search বা Advanced বক্স থেকে বাংলায় টাইপ করুন তওবা তারপর Search বাটনে ক্লিক করুন।
দেখুন তওবা সম্পর্কিত সকল তথ্য এসে গেছে আয়াত নং সহ!
কেউ যদি অনলাইনে তেলাওয়াত শুনতে চান তবে-
Audio > Recitation থেকে ক্বারীর নাম সিলেক্ট করুন। (আপনার ইন্টারনেট সংযোগ কত গতির সে অনুসারে সিলেক্ট করে নেবনে)
যারা অফলাইনে শুনতে চান, তারা পুরো অডিও (Recitation) প্যাকেজটি ডাউনলোড করে নিন এখান থেকে।
সর্বশেষ আপডেট করা হয়েছেঃ 6 August 2012
অন্যান্য অনুবাদকের অনুবাদ এই সফটওয়্যার এ যোগ করার জন্য আমাদের সাথে কাজ করুন। যারা কাজ করতে চান, এই ফর্মটি পূরণ করুন।
'আপনিও হোন ইসলামের প্রচারক'
প্রবন্ধের লেখা অপরিবর্তন রেখে এবং উৎস উল্লেখ্য করে আপনি Facebook, Whatsapp, Telegram, ব্লগ, আপনার বন্ধুদের Email Address সহ অন্য Social Networking ওয়েবসাইটে শেয়ার করতে পারেন, মানবতার মুক্তির লক্ষ্যে ইসলামের আলো ছড়িয়ে দিন। ইসলামি দা’ওয়াহ্র ৮০ টিরও বেশী উপায়! বিস্তারিত জানতে এইখানে ক্লিক করুন "কেউ হেদায়েতের দিকে আহবান করলে যতজন তার অনুসরণ করবে প্রত্যেকের সমান সওয়াবের অধিকারী সে হবে, তবে যারা অনুসরণ করেছে তাদের সওয়াবে কোন কমতি হবেনা" [সহীহ্ মুসলিম: ২৬৭৪]
al hamdulillah, very nice software. untimited thanks to those who developed this nice soft. may Allah SWT reward them Jannatul Ferdaus in return. amin, amin, amin.
JAJAKALLAH KHAIR……………..ALHAMDULILLAH ALA JALEK……….
jazakallah for the software. But search is not working.
CAn any1 help me? i hve tried in the way shown in the pic.
Assalamu Alaikum,
Dear Brother, would you please send me the Software in my email: [email protected] ? I have no Internet connection of my own. I use another person’s PC. Please send me software so that I can download from my e-mail easily. Allah will help you. Thanks, Mumin, Dhaka.
assalamu alaikum. onek sundor akti software. kintu bangla ase na . kivabe bangla anajay please janaben.
Ma sha Allah onek valo software ati. Holy Quran k bujhar jonno ar kono bikolpo nai.
আসসালামুওালাইকুম, ভাই যদি আপনার পিসি তে ইংলিশ অনুবাদটা দেখা তাহলে View মেনুতে গিয়ে Layout অপশনে ক্লিক করুন তারপর Multi translation এ ক্লিক করুন। ইনশাহআল্লাহ বাংলা পরা যাবে।
I can’t search in bangla, rest of the options are ok.
PLEASE help….
Download the Translation of মহিউদ্দিন খান from the translation section in the site..
thanks for the software……………..
excellent software for all MUSLIMS. ALHAMDULILLAH, ALLAH made some human to do such things….
Very good.
assalamu alaikum. onek ai software bangla search dite parse na. ami taderk bolbo je. amra shutonomy dia kore . jar karone hoy na. tai ai link ta te jan…..
http://www.sonarbangladesh.com/converter.php
akhane gia aponer ward banglai likhe convert to unicode clik korun. tarpore dekhben upore sai ward ti vrinda font te hoyace. shekhan theke apne copy kore zekr a past korun.
allah hafiz.
many many thanks for the tips
সত্যি অসাধারন একটি সফটয়্যার.সমস্ত কলা কুশলীদেরকে আল্লাহ মাগফিরাত নসিব করুন। আমিন।
প্রিয় মডারেটর ভাই সালাম নিবেন । সত্যি অসাধারন একটি সফটয়্যার শেয়ার করেছেন.সমস্ত কলা কুশলীদেরকে আল্লাহ মাগফিরাত নসিব করুন। আমিন
নিচের লিংক টা একবার দেখুন প্লীজ । সালাত টাইমার নামের একটা আজান দেওয়ার সফটোয়্যার নিয়ে আমি নিজে একটা পোস্ট করেছিলাম আমার একটা ব্লগ স্পটের ব্লগে ।
http://complete-bangla-tutorial.blogspot.com/2011/05/salaat-time-reminder.html
আশা করি দেখবেন আর এটাও এই সাইটে যোগ করে দিবেন প্লীজ । আল্লাহ আপনাদের উত্তম প্রতিদান দান করুন ।
অসাধারণ একটি software!! কিন্তু আমরা যারা আরবী পড়তে পারিনা, তাদের জন্য কি বাংলা উচ্চারণের কোন ফাইল এতে যোগ করা যাবে?
এই sofware এ ইংরেজীতে আরবী উচ্চারণ দেয়া আছে। যদি বাংলায় আরবী উচ্চারণের কোন ফাইল এতে যোগ করা যায় দয়া করে জানাবেন।
আপনার উত্তরের জন্য অপেক্ষা করছি।
আসসাল্মালাকুম, আমি একটি অনুরধ করছি আমাকে আরবি থেকে বাংলা উচচারন এর কুরান এর লিঙ্ক দিয়া হেল্প করবেন
assalamu alaikum wa rahmatullah, brother, I can’t search in Bengali language. If you give guideline for me, I will apply this guideline again,
jodi arabic, bangla and english 3tai aksathey dekhte chai tahole ki korte hobe ?
অসাধারণ। অভ্র বাংলা সফট. দিয়ে বাংলা সহজেই লিখা যায়।
Assalamualaikum……………..
আমি অভ্র use kore তওবা search kore kisu e pelam na apanar dekhano screenshot er moto.
please help me……
[email protected]
আমি সার্চ করতে পারছি না , কিভাবে করতে হয় জানাবেন প্লিস। আমার কাছে কুরআনের mp3 আছে, কিভাবে zekr এর মাধ্যমে চালানো যায়, বললে উপকৃত হতাম। পরিশেসে সুন্দর সফটওয়্যারের জন্য ধন্যবাদ।
আপনি Qur’an সিলেক্ট করা থাকলে translation সিলেক্ট করুন। অতঃপর সার্চ করুন।
dear admin এই রকম হাদীস খুজার সফট ওয়ার চাই
solimanLipi select korarpro ban. font asche na
Aal’hamduliLLOH, chomotkar! jazak AALLOH khair!
Avmmvjvgy AvjvBKzg
IingvZzjv| Avwg †KRb QvG Avcbv‡`i mvBUwU †`‡L AZ¨š— Avbw›`Z,
Aponader Upore Allah r ases meharbani borseto hok ……… amon akta software debar jonno……………
ভাই আপনার কমপিউটারে হয়ত solimanLipi ফ্রন্টটি নেই ।আপনি গুগল থেকে solimanLipi ফ্রন্টটি ডাউনলোড দিয়ে আপনার কমপিউটারের Local Disc (C:)-> Windows->Fonts এ পেস্ট করে দিন। আশাকরি বাংলা দেখতে পারবেন।
তাহলে zekr open করে view থেকে layout এ গিয়ে multi-translation সিলেক্ট করতে হবে।
bangla bukhari hadid softwer need like Qur’an softwer
আমার পিসি টে জাভা আছে তবুও failed to find java vm error আসে। জাভা রিইন্সটল করলাম তবুও একই অবস্থা। কি করব??/
অনেকবার চেষ্টা করলাম তারপর ও জিকর সফট ওয়্যারটি চালুকরতে পারলাম না যদি কোন সহোদয় ব্যক্তি আমার ইমেইলে পাঠান তাহলে কৃতগতা জানাব[email protected]
অনেক ধন্যবাদ। আলহামদুলিল্লাহ।
খুবই সুন্দর কাজ করছে।
আল্লাহ আপনাদের উত্তম প্রতিদান দিন।
আমিন।।
আলহামদুলিল্লাহ। অনেক ধন্যবাদ। খুব সুন্দর কাজ করছে। কোরআন গবেষণায় সহায়ক হবে এই সফটওয়্যার। আল্লাহ আপনাদের উত্তম প্রতিদান দান করুক। আমিন।
সবার জন্য কুরআন সম্পর্কিত উন্মুক্ত সফটওয়ার এর চেতনা থেকে এই প্রোগ্রামটির জন্ম । ধন্যবাদ যারা এর পেছনে সময় দিয়েছেন আর আপনাদের যারা আমাদের সামনে উপস্থাপন করেছেন।
তেলাওয়াত এর জন্য পাবেণ অনেক গুলো তেলাওয়াতকারী (২০ জনের মত), আর আমি অণুরোধ করবো Sheikh Mishary Rashed Alafasy এর তেলাওয়াত শুনতে, ইনশাল্লাহ আপনি মুগ্ধ হবেন।
মাশাল্লাহ, আমি এমন একটি সফটওয়্যার ঐ খুঁজছিলাম । এডমিন কে ধন্যবাদ ।
করআন ও সহীহ সুন্নাহর আলোকে পরিচালিত হওয়ার জন্য চালু হয়েছে http://www.deenilhaq.com আপনারা যারা ইসলাম প্রচার করতে চান তারা যোগদান করুন । সেখান থেকে সহজেই কুরআনের আলোতে নেভিগেট করতে পারবেন । আমি মেনুতেই কুরআনের আলোর লিংক দিয়ে দিয়েছি । কুরআনের আলো আমার সবচেয়ে প্রিয় ইসলামিক সাইট ।
thanks a lot for providing such a fine software .it will help a many to first learner.long live ur islamic website.
May allah keep them in His path and give them jannat who died. This is an extra ordinary thing that I am finding for a long. I can find bangla any word in zekr systme.
এ রকম ১টা হাদিস এর সফটওয়্যার তৈরি করুন। তাহলে অনেক উপকার হবে ।
Zekr software er bangla bhenge jai, khub kharab lagche. Zaman
amar akhane Java Runtime Environment install hosse na….Plz give me some advice………….
খুব ভাল একটি সফটওয়্যার, আমি আল্লাহ’র রহমতে AVRO কীবোর্ড ব্যবহার করতে পারছি। আল্লাহ আপনাদের সহায় হোক।
আমিও আপনার মত একই আশা করি
softwere ti ami bebohar korechi. Khub bhalo. Thanks.
Zekr doesn’t work in windows 8 computer. Failed to fin Java VM. I have Java installed (Version 7 Update 10). Please help me. Thanks.
মাশাল্লাহ…এমন একটা Software ই খুজতেছিলাম ! Software টা বানাতে যারা শ্রম দিয়েছেন আর যারা এটি আমাদের মাঝে শেয়ার করেছেন তাদের আল্লাহ দুনিয়া ও আখিরাতে মঙ্গল করুন । আমিন…..
وَكَذَٰلِكَ مَكَّنَّا لِيُوسُفَ فِي الْ أَرْضِ
يَتَبَوَّأُ مِنْهَا حَيْثُ يَشَاءُ ۚ نُصِيبُ بِرَحْمَتِنَا مَن نَّشَاءُ ۖ وَلَا نُضِيعُ
أَجْرَ الْمُحْسِنِينَ [١٢:٥٦]
আর এইভাবে আমরা ইউসুফকে প্রতিষ্ঠিত করলাম দেশে,
— সেখানে তিনি কর্তৃত্ব চালাতেন যেখানে তিনি চাইতেন। আমরা যাকে ইচ্ছা করি আমাদের
করুণাদ্বারা হিতসাধন করি, আর সৎকর্মশীলদের কর্মফল আমরা ব্যর্থ করি না। vi admin ai translate ta aktu balobave deken karon akane আমরা bola hoyese amar mone hoy akane ami howa uchit.
সত্যি অসাধারন একটি সফটয়্যার শেয়ার করেছেন.সমস্ত কলা কুশলীদেরকে আল্লাহ মাগফিরাত নসিব করুন। আমিন
সত্যি অসাধারন একটি সফটয়্যার শেয়ার করেছেন.সমস্ত কলা কুশলীদেরকে আল্লাহ মাগফিরাত নসিব করুন। আমিন
best creation i had ever seen.
best creation i had ever seen.
best creation i had ever seen.
জাজাকার আল্লাহ খাইরান । অনেক উপকৃত হলাম ।
“Hadith software 0.3” version available in- http://hadithbd.com/
আমার সালাম নিবেন, আমি একজন আপনাদের দর্শক এই সাইডের আমার একটি অনুরুদ আপনার যদি বাংলা ভাষা ভাষিদের জন্য ((((( মক্তবে শামেলা বাংলা তরজম করতেন এবং আমরা তাই অপলাইনে পড়তে পারতাম তাহলে কতইনা ভাল হত))) আমি বলতে চেয়েছিলাম তা যদি ক্যাসেট আকারে আমাদের হাতে এসে পৌছত, আরবিতে আমরা পাই কিন্ত আমরা কি আর সকলে আরবি বুজার ক্ষমতা আছে। আল্লাহ আপনাদের মগংল করুন আমিন সুম্মা আমিন
Jazakallah Khairan
আল-কুরআনের পূর্ণাঙ্গ অর্থ-সহ তিলাওয়াত পেতে এখানে ক্লিক করুন।
http://www.waytojannah.com/quran-recitation-arabic-bangla/
” Zekr mobile software ” ache ki thakle amake doya kore link ta deben keu ??? inbox deben plz…