সংক্ষিপ্ত বর্ণনাঃ সালাত ইসলামের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। ঈমানের পরে ইবাদতের স্থান। আর ইবাদাতের মধ্যমণি হলো সালাত। ইবাদাতের সকল বিষয় কেবল রাসূল (সা) থেকেই গ্রহণ করতে হবে। কেননা ে উম্মতের ইবাদাতের সকল বিষয় মহান আল্লাহ্ কেবল তাঁকেই জানিয়েছেন। রাসূল (সা) যেভাবে সালাত কায়েম বা ইকামাতুস সালাত আদায় করতে বলেছেন তা এই বইটিতে মুফতি কাজী মুহাম্মদ ইবরাহীম “ইকামাতুস সালাত” বইটিতে সুন্দরভাবে উপস্থাপন করেছেন।
বইটির উল্লেখযোগ্য আলোচিত বিষয়সমূহের অন্যতমঃ
- কাধের সাথে কাঁধ, পায়ের সাথে পা, টাখনুর সাথে টাখনু মিলিয়ে ফাক বন্ধ করে সফ তৈরী করা
- সম্মুখের সারিগুলো তৈরী করা ও সীসাঢালা প্রাচীরের প্রাচীরের মত দৃঢ়বদ্ধ হওয়া
- সফ কায়েম না করার ফল
- সফ কায়েম করার নির্দেশ
- ইমামের পিছনে কারা দাঁড়াবেন?
- তিনজন বা ত্তোধিক হলে কিভাবে দাড়াবেন
- পুরুষ, মহিলা ও শিশুরা সালাতে উপস্থিত হলে কাতার বিন্যস্ত করার নিয়ম
- ইকামতের সময়
'আপনিও হোন ইসলামের প্রচারক'
প্রবন্ধের লেখা অপরিবর্তন রেখে এবং উৎস উল্লেখ্য করে আপনি Facebook, Whatsapp, Telegram, ব্লগ, আপনার বন্ধুদের Email Address সহ অন্য Social Networking ওয়েবসাইটে শেয়ার করতে পারেন, মানবতার মুক্তির লক্ষ্যে ইসলামের আলো ছড়িয়ে দিন। ইসলামি দা’ওয়াহ্র ৮০ টিরও বেশী উপায়! বিস্তারিত জানতে এইখানে ক্লিক করুন "কেউ হেদায়েতের দিকে আহবান করলে যতজন তার অনুসরণ করবে প্রত্যেকের সমান সওয়াবের অধিকারী সে হবে, তবে যারা অনুসরণ করেছে তাদের সওয়াবে কোন কমতি হবেনা" [সহীহ্ মুসলিম: ২৬৭৪]
Fine
Windows phone a support kore na please update