(১) জান্নাতের অন্যান্য নিয়ামতের ন্যায় হুরে ঈনও একটি নিয়ামত হবে।
(২) কোন কোন হুরে ইন ইয়াকুত ও মুক্তার ন্যায় লাল হবে।
(৩) অতুলনীয় সুন্দরী সাথে সাথে হুরে ইনরা সতিত্ব ও লজ্জাশীলতায়ও নিজেরা নিজেদের তুলনীয় হবে।
(৪) মানব হুরদেরকে ইতিপূর্বে অন্য কোন মানুষ স্পর্শ করেনি। জ্বিন হুরদেরকেও্ ইতিপুর্বে কোন জ্বীন স্পর্শ করেনি। আল্লাহ তায়ালা বলেন: “তথায় থাকবে আয়তনয়না রমণীগণ। কোন জ্বীন ও মানব পূর্বে যাদেরকে স্পর্শ করেনি। অতএব উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে? প্রবাল ও পরাগ সদৃশ নারীগণ। অতএব তোমরা উভয়ে তোমাদের পলনকর্তার কোন অবদানকে অস্বীকার করবে?” [সূরা আর-রহমান-৫৫/৫৬-৫৯]
(৫) হুরেরা এতটা লজ্জাশীল হবে যে ,স্বামী ব্যতিত আর কারো দিকে চোখ তুলে তাকাবে না।
(৬) হুরেরা ডিমের ভিতর লুক্কায়িত পাতলা চামড়ার চেয়েও অধিক নরম হবে। আল্লাহ তায়ালা বলেন: “তাদের নিকট থাকবে আয়তলোচনা তরুণীগণ যেন তারা সুরখ্যিত ডিম।” [সূরা সাফফাত ৩৭/৪৮-৪৯]
(৭) জান্নাতের হুরেরা সুন্দর লাজুক চোখ বিশিস্টা, মোতির ন্যায় সাদা এবং তাদের স্বচ্চতা ও রং এত নিখুত হবে যেন সংরখ্যিত স্বর্ণালংকার। আল্লাহ তায়ালা বলেন: “তথায় থাকবে আয়তনয়না হুরগণ। আবরণে রখ্যিত মোতির ন্যায়, তারা যা কিছু করত তার পুরস্কার স্বরুপ।” [সূরা ওয়াক্বিয়া ৫৬/২২-২৪]
(৮) হুরদের সাথে জান্নাতী পুরুষদের নিয়মতান্ত্রিকভাবে বিয়ে হবে। আল্লাহ তায়ালা বলেন: “তাদেরকে বলা হবে তোমরা যা করতে তার প্রতিফল স্বরুপ তোমরা তৃপ্ত হয়ে পানাহার কর। তারা শ্রেনীবদ্ধ সিংহাসনে হেলান দিয়ে বসবে। আমি তাদেরকে আয়তলোচনা হুরদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিব।” [সূরা তূর ৫২/১৯-২০]
(৯) হুরেরা তাদের স্বামীর সমবয়সী হবে। আল্লাহ তায়ালা বলেন: “তাদের নিকট থাকবে আয়ত নয়না সমবয়স্কা নারীগণ। তোমাদের এরই প্রতিশ্রুতি দেয়া হচ্ছে বিচার দিবসের জন্য।” [সূরা ছোয়াদ ৩৮/৫২-৫৩]
(১০) জান্নাতে স্বীয় স্বামিদের আনন্দ দানে হুরদের সঙ্গীত। আনাস (রা:) থেকে বর্নিত। রসূলুল্লাহ (সা:) বলেন: “জান্নাতে আকর্ষণীয় চক্ষুবিশিষ্টা হুরেরা সঙ্গীত পরিবেশন করবে এ বলে: আমরা সুন্দর এবং সতী ও সৎচরিত্রের অধিকারিনী হুর। আমরা আমাদের স্বামিদের অপেক্ষায় অপেক্ষমান ছিলাম।” [ত্বাবারানী ,হাদিস নং -১৫৯৮] সুবহানআল্লাহ…..
(১১) ঈমানদারদের জন্য জান্নাতের হুরদেরকে আল্লাহ বাছাই করে রেখেছেন। মোয়াজ বিন জাবাল (রা:) থেকে বর্ণিত । তিনি বলেন রসুলুল্লাহ (সা:) বলেছেন: “যখন কোন মহিলা তার স্বামীকে কোন কষ্ট দেয়, তখন আয়তনয়না হুরদের মধ্য থেকে মুমিন স্ত্রী বলবে যে, আল্লাহ তোমকে ধ্বংষ করুন, তাকে কষ্ট দিও না। সে অল্প দিনের জন্য তোমার নিকট আছে অতি শীঘ্রই সে তোমাদেরকে ছেড়ে চলে আসবে।” [ইবনে মাযাহ, আলবানী ,১ম খন্ড, হা: নং১৬৩৭]
বুরাইদা (রা:) থেকে বর্ণিত। তিনি বলেন রসূলুল্লাহ (সা:) বলেছেন: “আমি জান্নাতে প্রবেশ করার সময় এক যুবতি আমাকে অভ্যর্থনা জানাল, আমি তাকে বললাম, তুমি কার? সে বলল যে আমি যায়েদ বিন হারেসার জন্য।” [ইবনে আসাকের. সহীহ আল-জামে সগীর. আলবানী. হা: নং-৩৬১]
লেখা গুলো নেয়া হয়েছে ”জান্নাত ও জাহান্নামের বর্ণনা” মুহাম্মদ ইকবাল কিলানি রচিত বই থেকে। (তাওহীদ পাবলিকেশন থেকে প্রকাশিত)
'আপনিও হোন ইসলামের প্রচারক'
প্রবন্ধের লেখা অপরিবর্তন রেখে এবং উৎস উল্লেখ্য করে আপনি Facebook, Whatsapp, Telegram, ব্লগ, আপনার বন্ধুদের Email Address সহ অন্য Social Networking ওয়েবসাইটে শেয়ার করতে পারেন, মানবতার মুক্তির লক্ষ্যে ইসলামের আলো ছড়িয়ে দিন। ইসলামি দা’ওয়াহ্র ৮০ টিরও বেশী উপায়! বিস্তারিত জানতে এইখানে ক্লিক করুন "কেউ হেদায়েতের দিকে আহবান করলে যতজন তার অনুসরণ করবে প্রত্যেকের সমান সওয়াবের অধিকারী সে হবে, তবে যারা অনুসরণ করেছে তাদের সওয়াবে কোন কমতি হবেনা" [সহীহ্ মুসলিম: ২৬৭৪]
Alhumdulillah
like this
subhanallha
Bhai doya kore article ta poRhun … janben
Admin ami link er puro post tai poresi.
Ami bujte parlam na j shami striir somporko ki shudhu dunia porjonto naki.?
Strii der jonno purush huur.
Purush der jonno meye huur.
iman dar rai vago ban amra jeno sobai hote pari…
Subhan-Allah
Tahole dunia te purush der stri ra ki hobe? Jodi tara jannati hoy? era tader shamider kisu hoben? othoba tader o kono purush hur?
May der jonno ki subebosta ase? Ektu janale valo hoito. Porokale hurr der chahida to may der jonno o hoite pare.pls ai bepare jante chi.
uporei to deya ache … http://www.quraneralo.org/hur-al-ayn/
Je bow k valobashe eto kisu kore shami.
Jar valo kharap er upor behest dojokh nirbor kore.
Kosto shukher sob kisu bow er jonno r sei bow behest a giye onno purush huur k biye korbe?
1 million huur theke o shundor kore bow take baniye diye take tar shamir sathe ki biye deya jay..?
Islam ki bole?
bugghlam to… sob e to cheleder niye lekha….. what about female imandar????
Nek kar stree beheste shameeder shannidhye thakbe Hurder shardaenee hoye :)
Audhora Khondker Read this article – https://quraneralo.com/womans-in-jannah/
Shoyle Haque Read this article – https://quraneralo.com/womans-in-jannah/
জান্নাতে নারীরা কেমন থাকবে? – https://quraneralo.com/womans-in-jannah/
janena to
SubhanAllah
bhai sabr. eto tension niyen na. obosshoi Chele ebong meye dui jon kei chance dewa hobe je, tara ki tader Duniyar husband and wife er shathe thakte chai kina naki hur der shathe thakbe. jodi tai chai, tobe Allah jannat e kokhonoi alada korben na.
tobe emon jodi hoi husband Jannat e giyeche, and wife jahannam shei khetre Allah obosshoi hurr prodan korben, ebong husband er moneo thakbe na wife er kotha..
aro bistarito jante ae probondho gulo porte paren – https://quraneralo.com/?s=%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%A4
ya i read this atleast 1 year ago… but clearly kono kichu bola nai….whatever….. i dont think Allah do injustice with anyone…. i dont believe that….
Read this article – https://quraneralo.com/womans-in-jannah/
Hashorer din ma selek chinbe na (jokhn jahannami sele ma k Bolbe Ammu ami olpo kisu nekir ovabe jannate jete Parsi na tkhn ma bolben ami to Tomak chini na prithibite amar biyei hoy ni)tarpor husband wife to bohu durer,kintu jannate dujoni gele tader ake opor k choose krar shujog deya hobe jemon Kon poribar er shbai jannati hole tader issa onuzai Allah tader ek shathe rakhben jdi tara chay
Hm r8. #apar aminul
সুবহানাললাহ
@Jahangir Alam vai hadistar reference dile valo hoto.
Amin…………
Subhan Allah
Subhan Allah
জান্নাতে দুনিয়ার স্ত্রী হবে মহারানী আর হুরেরা হবে খাদেমা।
Amin
Allah jano emaber shathe intekal koren amin.
আমিন
SUBAHANALLAH……………………….
Subhanallah,,,,,
আমিন
R stri??????
Subhanallah
Subhan Allah
হুর বলতে উভয় লিঙ্গকে বুঝানো হয়েছে।
SubhanAllah…
সুবহান আল্লাহ
Amer hur ar khur dakla voy kore.ami manus pailae cholbe
Subahanallah
Sobahanallah
right
সুবহানআল্লাহ ।
subhanallah
ameen
Subhanallha
SubhanAllah
Sobhan allha
এই হাদীস,এই বইয়ে আছে ( বেহেশতী জেওর বা স্ত্রী শিক্ষা )—মূলঃ হযরত মাওলানা আশরাফ আলী থানবী ( রহঃ) ৷ অনুবাদক— মাওলানা মোঃ আব্দুল আজিজ মোমতাজুল মোহাদ্দেসীন ৷
oreeee….
SUBAHANALLAH
Subahanallah
amito mone kori allahr rohmot besi kangkito.jara hur paoar jonno lalaito tara tader stri nia tripto noy.j kono purus se jodi adow choritroban hoy tobe kano nij stri sara onno kaoka kamona korbe?se behester hur hok na kano?allah jodi kusi hoye upohar sorup dia thaken ta vinno bapar.kintu hur paoar asay imandar hoben!!! ?!
জাননাতে মহিলাদের জন্য কি থাকবে, অনুগ্রহ করে কেহ বলবেন কি দলিল সহ .জাজাকাললাহ খায়ের……
Subhan Allah
Subhanallah Subhanallah Subhanallah
ami ekjon muslim amr ketab kuran . kuraner vitor samasto kisui bole deache allaho pak .akta surjo jadi gota duniake alo kare dete pare tahole allahor kuraner bani thik .amra akta ghar ke alokito karte anek guli alojalai .ar allapak ekta surjo jothoisto .subhanallah.
আল্লাহ আমরা যত মুসলমান ভাই বোন উক্ত অয়েব থেকে যা অধ্যয়ণকরি তা যেন বাস্তব জীবনে আমল করতে পারি আপনি সে তৈফিক দিন…….আমিন