আলামদুলিল্লাহ, আল্লাহর তৌফিকে, অনেক পরিশ্রমের পর বাংলা ভাষা-ভাষীদের জন্য অনলাইন ভিত্তিক অত্যান্ত সহজে বিশুদ্ধ ভাবে তাজবিদসহ কুরআন শিক্ষার কোর্স ডেভলপ করা হয়েছে। আশা আপনারা সামান্য তম হলেও উপকৃত হবেন!
** সম্পূর্ণ তাজবীদ কোর্স (A to Z)
01. ঠোঁটের ৪ টি হরফ(মীম,বা এবং উও)
02. মাখরাজ- জিহবার আগার ৩ টি হরফ( ছা,যাল এবং য-)
03. মাখরাজ- জিহবার আগার ৩ টি হরফ( তা- দা-ল এবং ত-)
04. মাখরাজ- জিহবার ৩ টি হরফ(লা-ম,,নুন এবং র )
05. মাখরাজ- জিহবার আগার ৩ টি হরফ(ঝা-, সীন এবং স-দ)
06. মাখরাজ-জিহবা ও তালুর তিনটি হরফ(দদ, কাফ এবং কফ )
07. মাখরাজ-জিহবার মধ্যখানের ৩ টি হরফ:( জীম,শীন এবং ইয়া)
08. মাখরাজ-কণ্ঠনালীর ৬ টি হরফ-(6 throat Letters)
09. হারাকাত (যবর যের এবং পেশ )পড়ার নিয়ম(Short Vowels)
10. মাদ্দ তাবাঈ (Natural/BAsic Madd) বা মাদ্দ আসলি-
11. খাড়া জবর/ যের/ পেশ (Standing Fatha/Kasrah/Dammah) কিভাবে পড়বেন ?
12. সুকুন হরফ (Sukun Letter) কিভাবে পড়বেন ?
13. লীনের হরফ (Soft Letters) পড়ার নিয়ম –
14. কলকলাহ (Echo Sound) করে পড়ার নিয়ম-
15. হামজাহ সাকিন (Hamjah Saakinah) কিভাবে আদায় করার বিশেষ নিয়ম-
16. তেলাওয়াতে আল-হামাস(Al-Hams) কিভাবে আদায় করবেন ?
17. তানবীন (দুই জবর/ দুই যের/ দুই পেশ “) কিভাবে পড়তে হয় ?
18. শাদ্দাহ বা তাশদীদ কিভাবে পড়তে হয় ?
19. ওয়াজিব গুন্নাহ কখন ও কিভাবে করতে হয় ?
20. আল্লাহ শব্দের লাম কিভাবে পড়বেন ?
21. কোরআনে কোথায় কোথায় দীর্ঘ টান হবে (Long Madd)
22. মিম সাকিনের নিয়ম (Rules of Meen Saakin)
23. নূন সাকিন ও তানবীনের নিয়ম (Rules of Noon Saakin)
24. “র” হরফ পড়ার নিয়ম(Rules of Ra)
25. হুরুফুল মুকাত্তাত বা বিচ্ছিন্ন বর্ণ সূমহ (Huruf Mukattat | حروف مقطعات)
26. ওয়াকফের নিয়ম (Rules of Waqf)
27. আয়াতের শুরুতে আলিফ এ কোনো চিহ্ন না থাকলে ( হামজাতুল ওসাল ) কিভাবে পড়বেন ?
28. কুরআনে থামার চিহ্ন | Stop Sign
29. সিজদার আয়াত কুরআনে কোথায় আছে আর কিভাবে আদায় করবেন ?
'আপনিও হোন ইসলামের প্রচারক'
প্রবন্ধের লেখা অপরিবর্তন রেখে এবং উৎস উল্লেখ্য করে আপনি Facebook, Whatsapp, Telegram, ব্লগ, আপনার বন্ধুদের Email Address সহ অন্য Social Networking ওয়েবসাইটে শেয়ার করতে পারেন, মানবতার মুক্তির লক্ষ্যে ইসলামের আলো ছড়িয়ে দিন। ইসলামি দা’ওয়াহ্র ৮০ টিরও বেশী উপায়! বিস্তারিত জানতে এইখানে ক্লিক করুন "কেউ হেদায়েতের দিকে আহবান করলে যতজন তার অনুসরণ করবে প্রত্যেকের সমান সওয়াবের অধিকারী সে হবে, তবে যারা অনুসরণ করেছে তাদের সওয়াবে কোন কমতি হবেনা" [সহীহ্ মুসলিম: ২৬৭৪]
Quraner ortho bujhte pari e jonno kichu video banale khub upokrito hotam
জাজাকাল্লাহ
Good
Very good job
Thanks for sharing. You guys are doing a great job.