রাসুলুল্লাহ (সাঃ) বলেছেন: ‘দুটি নিয়ামত এমন আছে, যে দুটোতে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত। তা হল সুস্থতা আর অবসর।‘ [সহীহ বুখারী ৫৯৭০, ইফা]
এটি একটি সচিত্র সত্যি ঘটনা যা আপনার জীবন, আপনার চিন্তা ধারা ও জীবনের উদ্দেশ্য বদলে দিতে পারে। ঘটনাটি বাহরাইনের ইব্রাহিম নাসের নামের এক যুবকের। সে জন্মগতভাবেই পক্ষাঘাতগ্রস্ত, শুধু তার আঙ্গুল ও মাথা নাড়াতে সক্ষম। এমনকি তার নিঃশ্বাস প্রশ্বাসের জন্যও তাকে যন্ত্রপাতির সাহায্য নিতে হয়। এই যুবকটির একটি আকাঙ্ক্ষা ছিল একদিন শেইখ নাবীল আল আওদির সাথে দেখা করার। এইজন্য ইব্রাহীমের বাবা শেইখের সাথে ফোনে আলাপ করলেন ইব্রাহীমের সাথে তার সাক্ষাতের ব্যবস্থা করা যায় কিনা।
ইনি শেইখ নাবীল। ইব্রাহীম শেইখ নাবীলকে তার ঘরের দরজা খুলে ঢুকতে দেখে কি ভীষণ খুশী হয়ে গেল! আমরা তার আনন্দের বহিঃপ্রকাশ তার চেহারাতেই দেখতে পাবো কারণ সে কথা বলে বোঝাতেও অক্ষম।
শেইখ নাবীল ইব্রাহীমের ঘরে ঢোকার মুহূর্ত।
আর এটি হল শেইখ নাবিলকে দেখে ইব্রাহীমের অভিব্যক্তি। লক্ষ্য করুন ইব্রাহীমের গলায় শ্বাস নেওয়ার যন্ত্রটি। সে স্বাভাবিকভাবে শ্বাস নিতেও অক্ষম।
শেইখ নাবীল ইব্রাহীমের কপালে চুমু খাচ্ছেন
ইব্রাহীম তার বাবা, চাচা ও শেইখ নাবীলের সাথে।
এভাবে শেইখ নাবীল আর ইব্রাহীম আলাপ করলেন ইন্টারনেটে ইসলামের দাওয়াত এবং এর জন্য প্রয়োজনীয় প্রচেষ্টার ব্যপারে। তারা কিছু ঘটনাও আলোচনা করলেন।
এবং তাদের আলাপচারিতার মাঝে শেইখ নাবীল ইব্রাহীমকে একটি প্রশ্ন করলেন। যে প্রশ্নের উত্তর দিতে গিয়ে ইব্রাহীম কেঁদে ফেললেন, তার গাল বেয়ে অশ্রুধারা গড়িয়ে পড়ল।
ইব্রাহীম না কেঁদে পারলেন না যখন তার কিছু বেদনাদায়ক স্মৃতি মনে পড়ল।
শেইখ নাবীল ইব্রাহীমের চোখের পানি মুছে দিচ্ছেন।
আপনি কি জানেন কি ছিল সেই প্রশ্ন যা ইব্রাহীমকে কাঁদিয়ে দিল?
শেইখ জিজ্ঞেস করেছিলেনঃ আচ্ছা ইব্রাহীম, আল্লাহ যদি তোমাকে সুস্থ করতেন…তাহলে তুমি কি করতে?
আর তখন ইব্রাহীম এমনভাবে কাঁদলেন যা শেইখ, ইব্রাহীমের বাবা, তার চাচা এবং ঘরের প্রত্যেককে কাঁদিয়ে দিল…এমন কি ক্যামেরাম্যানকেও। তার উত্তর ছিলঃ আল্লাহর শপথ, আমি তাহলে আনন্দের সাথে মসজিদে যেয়ে আমার নামাজ পড়তাম। আমি আমার সুস্বাস্থ্যের নেয়ামত এমন প্রতিটি কাজে ব্যবহার করতাম যা আল্লাহকে সন্তুষ্ট করতে পারে।
প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহ তায়ালা আমাদেরকে কর্মশক্তি ও সুস্বাস্থ্যের নেয়ামত দিয়ে রহমত করেছেন। কিন্তু আমরা মসজিদে যেয়ে নামাজ পড়ি না !!! অথচ আমরা ঘণ্টার পর ঘণ্টা কম্পিউটার অথবা টিভির সামনে বসে সময় কাটিয়ে দেই। “এতে উপদেশ রয়েছে তার জন্য যার আছে অন্তঃকরণ অথবা যে শ্রবণ করে একাগ্রচিত্তে।” [সূরা ক্বাফঃ ৩৭]
আল্লাহ যেন আমাদের সঠিক পথে পরিচালিত করেন আর সেই পথে আমাদের দৃঢ় রাখেন।
আমীন!!
'আপনিও হোন ইসলামের প্রচারক'
প্রবন্ধের লেখা অপরিবর্তন রেখে এবং উৎস উল্লেখ্য করে আপনি Facebook, Whatsapp, Telegram, ব্লগ, আপনার বন্ধুদের Email Address সহ অন্য Social Networking ওয়েবসাইটে শেয়ার করতে পারেন, মানবতার মুক্তির লক্ষ্যে ইসলামের আলো ছড়িয়ে দিন। ইসলামি দা’ওয়াহ্র ৮০ টিরও বেশী উপায়! বিস্তারিত জানতে এইখানে ক্লিক করুন "কেউ হেদায়েতের দিকে আহবান করলে যতজন তার অনুসরণ করবে প্রত্যেকের সমান সওয়াবের অধিকারী সে হবে, তবে যারা অনুসরণ করেছে তাদের সওয়াবে কোন কমতি হবেনা" [সহীহ্ মুসলিম: ২৬৭৪]
allah tar dua kobul korun,amin
আল্লাহ যেন আমাদের সঠিক পথে পরিচালিত করেন আর সেই পথে আমাদের দৃঢ় রাখেন। আমীন।
All man&women alike should be gracefull for the healthy hearts they have .Ameen
আল্লাহ আমাদের সকলকে ভালভাবে ঈমান আমলের সাথে চলার তৌফিক দান করুন
সমবেদনা জানার ভাষা নেই মহান আল্লাহ রাব্বুল আল আমীন নাবিলকে সুস্থ্যতা দান করুক এবং নাবিলের মনোবাসনা যেন পূর্ণ করেন।আমীন!!
May Aullah wealthy Him!
May Aullah wealthy Him!
আল্লাহ তুমি আমাদের হেদায়েত দাও। আমরা যেন সুস্থ থাকার মত বর নেয়ামতকে উপলব্ধি করতে পারি অসুস্থ হওয়ার আগেই। আমীন।
হে মহান প্রভু ! তুমি তো অতি দয়াবান পরম করুনাময়। তুমি নাবিলকে সুস্থ কর ও তার ইচ্ছা পুরন কর। সাথে আমাদের ও সুস্থ রাখ। আমীন।
আসসালামু আরাইকুম। সুন্দর একটি লেখা প্রকাশ করেছেন। আল্লাহ হাফেজ
Everyone should have a mind like Ibrahim.
I AM DEEPLY MOVED AFTER READING THE FACT OF NABIL. MAY ALLAH RECOVER HIM FROM HIS PHYSICAL DISTURBANCE.
A.S.M. SALAHUDDHHIN,KHAGRAGAR,RAJBATI,BURDWAN-4,INDIA
Allah Apnader dara amader soby k hidayet korun
ALLAH amader shobaike khoma korun
Ameen
হে আল্লাহ্ আপনি ইব্রাহীমকে সুস্থতা দান করুন এবং আমাদের সবাইকে সুস্থতাকে কাজে লাগানোর তওফিক দিন অসুস্থতা আসার পূর্বে, আর হায়াতকে কাজে লাগানোর তওফিক দিন মৃত্যু
আসার পূর্বে,আমাদেরকে সরল সঠিক পথে পরিচালিত করুন(আমীন)