মহান প্রভু, সবকিছুর সৃষ্টিকর্তার নাম হচ্ছে আল্লাহ্। এটা হচ্ছে আল্লাহ্ তা’আলার সর্বশ্রেষ্ঠ নাম। কারণ যে কোন গুণবাচক নাম দিয়েই আল্লাহ্র কথা বলা হোক না কেন, সব নাম দ্বারা আল্লাহ্কেই ইঙ্গিত করা হয়।যেমন, আল্লাহ্ তা’আলা বলেছেন: “তিনিই আল্লাহ্, যিনি ছাড়া লা ইলাহা ইল্লা হুয়া (আর কেউ নাই উপাসনা করার), দৃশ্যমান এবং অদৃশ্যমান জগতের সব ব্যাপারে যিনি সম্যক অবগত। তিনি সবচাইতে দয়ালু, সবচাইতে ক্ষমাশীল। তিনিই আল্লাহ্, যিনি ছাড়া লা ইলাহা ইল্লা হুয়া, যিনি সবকিছুর অধিপতি, পূতঃপবিত্র, সবকিছুর উর্ধে, নিরাপত্তা প্রদানকারী, অভিভাবক, সর্বশক্তিমান, সমুচ্চ, গৌরবান্বিত, সকল প্রশংসা তাঁর জন্য, তারা তাঁর সাথে যা কিছু শরিক করে সেগুলা থেকে তিনি অনেক উর্ধে। তিনি আল্লাহ্, যিনি শূন্য থেকে সৃষ্টি শুরু করেছেন, সবকিছু তৈরি করেছেন, আকৃতি দিয়েছেন। সবচাইতে ভাল নামগুলি তাঁর জন্যই প্রযোজ্য। মহাকাশ এবং পৃথিবীর মধ্যে যা কিছু আছে সবকিছু তাঁর মহত্ত্ব বর্ণনা করে, এবং তিনিই সর্বশক্তিমান, সর্বজ্ঞ।” [৫৯:২২-২৪]
এখানে আল্লাহ্ তা’আলা তাঁর কিছু গুণবাচক নামের উল্লেখ করেছেন।একইভাবে কুর’আনের অন্যত্র আল্লাহ্ বলেছেন: “…এবং (সব) সুন্দর সুন্দর নাম আল্লাহ্ তা’আলার জন্য, সুতরাং তাঁকে এসব নামেই ডাক।” [৭:১৮০]
এবং “..বল (ও মুহাম্মাদ): আল্লাহ্ বলেই ডাক কিংবা সবচাইতে দয়ালু (আল্লাহ্) বলেই ডাক, যে নামেই ডাকনা কেন (সবই এক), কারণ সবচাইতে ভাল নামগুলা তাঁর জন্যই।” [১৭:১১০]
আবু হুরাইরাহ্ রাদিআল্লাহু তা’আলা আনহু কর্তৃক বর্ণিত, রসূল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “আল্লাহ্ তা’আলার রয়েছে নিরানব্বইটি নাম, একশো থেকে একটি কম, যে এই নামগুলি মনে রাখবে, বুঝবে এবং উপলব্ধি করবে, সে জান্নাহ -তে যাবে।” [বুখারি ৩.৫০:৮৯৪, মুসলিম ৩৫:৬৪৭৬, আত-তিরমধি ৫১.৮৭:৫১৩৮]
“আল্লাহ্” এই নামটি হচ্ছে সব নামের মধ্যে সবচাইতে মর্যাদাপূর্ণ। বাদবাকি নামগুলি (আত-তিরমিধি হতে) অর্থসহ নিচে দেয়া হল। ইনশা’আল্লাহ আমরা আমাদের সুবিধামত সময়ে এবং উপায়ে এই নামগুলি মনে রাখার চেষ্টা করব! প্রতিদিন কমপক্ষে ৩টি করে প্রায় এক মাসে, কিংবা ৫টি করে প্রায় ২০ দিনে, কিংবা ১০টি করে ১০দিনে এই নামগুলি মুখস্থ করে ফেলি। আল্লাহ্ আমাদের সবাইকে জান্নাহ –এর অধিবাসী করুক। আমীন!
ইনশাআল্লাহ্ আমরা কিছুদিন পর, একটা বই প্রকাশ করব যেইখানে আপনারা এই নামগুলির বিস্তারিত ব্যাখ্যা সহ পড়তে পারবেন।
ক্রমিক নং |
নাম |
বাংলা |
অর্থ |
১. |
الرَّحْمَنُ |
আর-রহ়মান | সবচাইতে দয়ালু, কল্যাণময়, করুণাময় |
২. |
الرَّحِيمُ |
আর-রহ়ীম | সবচাইতে ক্ষমাশীল |
৩. |
الْمَلِكُ |
আল-মালিক | অধিপতি |
৪. |
الْقُدُّوسُ |
আল-ক্বুদ্দূস | পূতঃপবিত্র, নিখুঁত |
৫. |
السَّلَامُ |
আস-সালাম | শান্তি এবং নিরাপত্তার উৎস, ত্রাণকর্তা |
৬. |
الْمُؤْمِنُ |
আল-মু’মিন | জামিনদার, সত্য ঘোষণাকারী |
৭. |
الْمُهَيْمِنُ |
আল-মুহাইমিন | অভিভাবক, প্রতিপালক |
৮. |
الْعَزِيزُ |
আল-’আযীয | সর্বশক্তিমান, সবচেয়ে সম্মানিত |
৯. |
الْجَبَّارُ |
আল-জাব্বার | দুর্নিবার, সমুচ্চ, মহিমান্বিত |
১০. |
الْمُتَكَبِّرُ |
আল-মুতাকাব্বির | সর্বশ্রেষ্ঠ, গৌরবান্বিত |
১১. |
الْخَالِقُ |
আল-খলিক্ব | সৃষ্টিকর্তা, (শূন্য থেকে) |
১২ |
الْبَارِئُ |
আল-বারি’ | বিবর্ধনকারী, নির্মাণকর্তা, পরিকল্পনাকারী |
১৩. |
الْمُصَوِّرُ |
আল-মুসউয়ির | আকৃতিদানকারী |
১৪. |
الْغَفَّارُ |
আল-গফ্ফার | পুনঃপুনঃ মার্জনাকারী |
১৫. |
الْقَهَّارُ |
আল-ক্বহ্হার | দমনকারী |
১৬. |
الْوَهَّابُ |
আল-ওয়াহ্হাব | স্থাপনকারী |
১৭. |
الرَّزَّاقُ |
আর-রযযাক্ব | প্রদানকারী |
১৮. |
الْفَتَّاحُ |
আল-ফাত্তাহ় | প্রারম্ভকারী, বিজয়দানকারী |
১৯. |
الْعَلِيمُ |
আল-’আলীম | সর্বজ্ঞানী, সর্বদর্শী |
২০. |
الْقَابِضُ |
আল-ক্ববিদ় | নিয়ন্ত্রণকারী, সরলপথ প্রদর্শনকারী |
২১. |
الْبَاسِطُ |
আল-বাসিত | প্রসারণকারী |
২২. |
الْخَافِضُ |
আল-খ়¯ফিদ় | (অবিশ্বাসীদের) অপমানকারী |
২৩. |
الرَّافِعُ |
আর-ঢ়¯ফি’ | উন্নীতকারী |
২৪. |
الْمُعِزُّ |
আল-মু’ইয্ব | সম্মানপ্রদানকারী |
২৫. |
الْمُذِلُّ |
আল-মুঝ়িল | সম্মানহরণকারী |
২৬. |
السَّمِيعُ |
আস-সামী’ | সর্বশ্রোতা |
২৭. |
الْبَصِيرُ |
আল-বাসী়র | সর্বদ্রষ্টা |
২৮. |
الْحَكَمُ |
আল-হা়কাম | বিচারপতি |
২৯. |
الْعَدْلُ |
আল-’আদল্ | নিখুঁত |
৩০. |
اللَّطِيفُ |
আল-লাতীফ | অমায়িক |
৩১. |
الْخَبِيرُ |
আল-খবীর | সম্যক অবগত |
৩২. |
الْحَلِيمُ |
আল-হ়ালীম | ধৈর্যবান, প্রশ্রয়দাতা |
৩৩. |
الْعَظِيمُ |
আল-’আযীম | সুমহান |
৩৪. |
الْغَفُورُ |
আল-গ’ফূর | মার্জনাকারী |
৩৫. |
الشَّكُورُ |
আশ-শাকূর | সুবিবেচক |
৩৬. |
الْعَلِيُّ |
আল-’আলিই | মহীয়ান |
৩৭. |
الْكَبِيرُ |
আল-কাবীর | সুমহান |
৩৮. |
الْحَفِيظُ |
আল-হ়াফীয | সংরক্ষণকারী |
৩৯. |
الْمُقِيتُ |
আল-মুক্বীত | লালনপালনকারী |
৪০. |
الْحَسِيبُ |
আল-হ়াসীব | মীমাংসাকারী |
৪১. |
الْجَلِيلُ |
আল-জালীল | গৌরবান্বিত |
৪২. |
الْكَرِيمُ |
আল-কারীম | উদার, অকৃপণ |
৪৩. |
الرَّقِيبُ |
আর-রক্বীব | সদা জাগ্রত,অতন্দ্র পর্যবেক্ষণকারী |
৪৪. |
الْمُجِيبُ |
আল-মুজীব | সাড়া দানকারী, উত্তরদাতা |
৪৫. |
الْوَاسِعُ |
আল-ওয়াসি’ | অসীম, সর্বত্র বিরাজমান |
৪৬. |
الْحَكِيمُ |
আল-হ়াকীম | সুবিজ্ঞ, সুদক্ষ |
৪৭. |
الْوَدُودُ |
আল-ওয়াদূদ | স্নেহশীল |
৪৮. |
الْمَجِيدُ |
আল-মাজীদ | মহিমান্বিত |
৪৯. |
الْبَاعِثُ |
আল-বা‘ইস় | পুনরুত্থানকারী |
৫০. |
الشَّهِيدُ |
আশ-শাহীদ | সাক্ষ্যদানকারী |
৫১. |
الْحَقُّ |
আল-হাক্ক্ব | প্রকৃত সত্য, |
৫২. |
الْوَكِيلُ |
আল-ওয়াকীল | সহায় প্রদানকারী,আস্থাভাজন, উকিল |
৫৩. |
الْقَوِيُّ |
আল-ক্বউই | ক্ষমতাশালী |
৫৪. |
الْمَتِينُ |
আল মাতীন | সুদৃঢ়, সুস্থির |
৫৫. |
الْوَلِيُّ |
আল-ওয়ালিই | বন্ধু, সাহায্যকারী, শুভাকাঙ্ক্ষী |
৫৬. |
الْحَمِيدُ |
আল-হ়ামীদ | সকল প্রশংসার দাবীদার, প্রশংসনীয় |
৫৭. |
الْمُحْصِي |
আল-মুহ়সী | বর্ণনাকারী, গণনাকারী |
৫৮. |
الْمُبْدِئُ |
আল-মুব্দি’ | অগ্রণী, প্রথম প্রবর্তক, সৃজনকর্তা |
৫৯. |
الْمُعِيدُ |
আল-মু’ঈদ | পুনঃপ্রতিষ্ঠাকারী, পুনরূদ্ধারকারি |
৬০. |
الْمُحْيِي |
আল-মুহ়ীই | জীবনদানকারী |
৬১. |
الْمُمِيتُ |
আল-মুমীত | ধ্বংসকারী, মৃত্যু আনয়নকারী |
৬২. |
الْحَيُّ |
আল-হ়াইই | চিরঞ্জীব, যার কোন শেষ নাই |
৬৩. |
الْقَيُّومُ |
আল-ক্বইয়ূম | অভিভাবক, জীবিকানির্বাহ প্রদানকারী |
৬৪. |
الْوَاجِدُ |
আল-ওয়াজিদ | পর্যবেক্ষক, আবিষ্কর্তা, চিরস্থায়ী |
৬৫. |
الْمَاجِدُ |
আল-মাজিদ | সুপ্রসিদ্ধ |
৬৬. |
الْوَاحِدُ |
আল-ওয়াহ়িদ | এক, অনন্য, অদ্বিতীয় |
৬৭. |
الصَّمَدُ |
আস-সমাদ | চিরন্তন, অবিনশ্বর, নির্বিকল্প, সুনিপুণ, স্বয়ং সম্পূর্ণ |
৬৮. |
الْقَادِرُ |
আল-ক্বদির | সর্বশক্তিমান |
৬৯. |
الْمُقْتَدِرُ |
আল-মুক্বতাদির | প্রভাবশালী, সিদ্ধান্তগ্রহণকারী |
৭০. |
الْمُقَدِّمُ |
আল-মুক্বদ্দিম | অগ্রগতিতে সহায়তা প্রদানকারী |
৭১. |
الْمُؤَخِّرُ |
আল-মুআক্ষির | বিলম্বকারী |
৭২. |
الْأَوَّلُ |
আল-আউয়াল | সর্বপ্রথম, যার কোন শুরু নাই |
৭৩ |
الْآخِرُ |
আল-আখির | সর্বশেষ, যার কোন শেষ নাই |
৭৪. |
الظَّاهِرُ |
আজ়-জ়়হির | সুস্পষ্ট, সুপ্রতীয়মান, বাহ্য (যা কিছু দেখা যায়) |
৭৫. |
الْبَاطِنُ |
আল-বাত়িন | লুক্কায়িত, অস্পষ্ট, অন্তরস্থ (যা কিছু দেখা যায় না) |
৭৬. |
الْوَالِيَ |
আল-ওয়ালি | সুরক্ষাকারী বন্ধু, অনুগ্রহকারী, বন্ধুত্বপূর্ণ প্রভু |
৭৭. |
الْمُتَعَالِي |
আল-মুতা’আলী | সর্বোচ্চ মহিমান্বিত, সুউচ্চ |
৭৮. |
الْبَرُّ |
আল-বার্র | কল্যাণকারী |
৭৯. |
التَّوَّابُ |
আত-তাওয়াব | বিনম্র, সর্বদা আবর্তিতমান |
৮০. |
الْمُنْتَقِمُ |
আল-মুন্তাক্বিম | প্রতিফল প্রদানকারী |
৮১. |
الْعَفُوُّ |
আল-’আফুউ | শাস্তি মউকুফকারী, গুনাহ ক্ষমাকারী |
৮২. |
الرَّءُوفُ |
আর-র’ওফ | সদয়, সমবেদনা প্রকাশকারী |
৮৩. |
مَالِكُ الْمُلْكِ |
মালিকুল মুলক্ | সার্বভৌম ক্ষমতার অধিকারী |
৮৪. |
ذُو الْجَلَالِ وَالْإِكْرَامِ |
জ়়ুল জালালি ওয়াল ইকরম | মর্যাদা ও ঔদার্যের প্রভু |
৮৫. |
الْمُقْسِطُ |
আল-মুক্বসিত় | ন্যায়পরায়ণ, প্রতিদানকারী |
৮৬. |
الْجَامِعُ |
আল-জামি’ | একত্র আনয়নকারী, ঐক্য সাধনকারী |
৮৭. |
الْغَنِيُّ |
আল-গ’নিই | ঐশ্বর্যবান, স্বতন্ত্র |
৮৮. |
الْمُغْنِي |
আল-মুগ’নি | সমৃদ্ধকারী, উদ্ধারকারী |
৮৯. |
الْمَانِعُ |
আল-মানি’ | প্রতিরোধকারী, রক্ষাকর্তা |
৯০ |
الضَّارُّ |
আদ়-দ়়র্র | যন্ত্রণাদানকারী, উৎপীড়নকারী |
৯১. |
النَّافِعُ |
আন-নাফি’ | অনুগ্রাহক, উপকর্তা, হিতকারী |
৯২. |
النُّورُ |
আন-নূর | আলোক |
৯৩. |
الْهَادِي |
আল-হাদী | পথপ্রদর্শক |
৯৪. |
الْبَدِيعُ |
আল-বাদী’ | অতুলনীয়, অনিধগম্য (Unattainable), |
৯৫. |
الْبَاقِي |
আল-বাকী | অপরিবর্তনীয়, অনন্ত, অসীম, অক্ষয় |
৯৬. |
الْوَارِثُ |
আল-ওয়ারিস় | সবকিছুর উত্তরাধিকারী |
৯৭. |
الرَّشِيدُ |
আর-রশীদ | সঠিক পথের নির্দেশক |
৯৮. |
الصَّبُورُ |
আস-সবূর | ধৈর্যশীল |
'আপনিও হোন ইসলামের প্রচারক'
প্রবন্ধের লেখা অপরিবর্তন রেখে এবং উৎস উল্লেখ্য করে আপনি Facebook, Whatsapp, Telegram, ব্লগ, আপনার বন্ধুদের Email Address সহ অন্য Social Networking ওয়েবসাইটে শেয়ার করতে পারেন, মানবতার মুক্তির লক্ষ্যে ইসলামের আলো ছড়িয়ে দিন। ইসলামি দা’ওয়াহ্র ৮০ টিরও বেশী উপায়! বিস্তারিত জানতে এইখানে ক্লিক করুন "কেউ হেদায়েতের দিকে আহবান করলে যতজন তার অনুসরণ করবে প্রত্যেকের সমান সওয়াবের অধিকারী সে হবে, তবে যারা অনুসরণ করেছে তাদের সওয়াবে কোন কমতি হবেনা" [সহীহ্ মুসলিম: ২৬৭৪]
keep up the good work QURANER ALO!
Alhamdulillah for such a great article
Alhamdulillah, good job done by this site. May Allah bless us all. ameen.
May Allah give you all Jannat!
99 nam ki ALLAH soho naki ALLAH nam ta chara ??
May Allah(subahana hu wa ta’ala) let us to understand This ,so we may Worship our creator Allah(subahana hu wa ta’ala) properly!Ameen !
ACCA BHAI NAMER KI KONO SHIRK ACE( FOR EXAMPLE: KAHARO NAM JODI HOI ABDUL SATTAR) R KEO JODI DAKE SHODO SATTAR TAILE KI SHEITA SHIRK HOBE?
masha allah
Dear Admin,
asSalamu alaikum. Can u pls provide us an file containing all the 99 names of Allah SWT? Audio file will help us memorize these names in Sha Allah. U can add audio files of different du’a also. May Allah SWT grant u the best reward.
ﻻ ﺍﻟﻪ ﺍﻻ ﺍﻟﻠﻪ ﻣﺤﻤﺪ ﺭﺳﻮﻝ ﺍﻟﻠﻪ
Massa’allah
amin
Masha Allah
☼
“আল্লাহ্”র ৯৯ টি নাম আমরা ‘কোর্আন্’ এ পাই।
এর মধ্যে ৯৮ টি নাম’ই গুণ বাচক।
অসীম যিনি, তাঁকে আমরা মাত্র ৯৮ টি গুণেই বাঁধতে চাই?
অসীম গুণকে ধারন করবে কে?! এমন একটা নাম তো’ চাই…
তাই কি ৯৯ টি নামের ৯৮ টির অর্থ আছে, বাকি ১ টি “আল্লাহ্” নামের অর্থ নাই?
Subhanallah…
SubahanAllah.
সুবাহান আল্লাহ
Allahu akbar
allahu akbar
Allahuakabar
Subhan Allah
ALLAHHUAKBAR
SubhanALLAH …
Allahuakber
Allah mohan
Subhanallah
ALLAHU AKBAR Subhan ALLAH Ameen
আল্লাহু আকবার
Allahuakbar
Mash allah
Sobahan allah
AMIN
সুবহান আল্লাহ্
suban Allah
Subhan allah
Sub han Allah
subhan allah
subhanallah
SubhanAllah
তবে এই কথার অর্থ হচ্ছে~ যে সত্যই ভক্তি করার জন্য শরন রাখবে| সে র্বদাই প্রতি ক্ষেত্যে আল্লাহ্’র আইন মানবে| যা তাকে ফলসরুপ জান্নাত দেবে|আর এটাই ~উক্ত হাদিসের ব্যাক্ষা|
subhan_Allah
Allha huakbar…..
mashallah
Ameen
SUBAHAN”ALLAH”
R
ইয়া আল্লাহ্ আমাদের সকল খারাপ কাজ থেকে হেফাজত করুন, সকলের মনের নেক বাসনা পুরন করে দিন, ইয়া আল্লাহ্ আপনিই পরম করুণাময়, আপনিই পরম দয়ালু, আপনিই সকল কিছুর মালিক, আপনার হেফাজত ছাড়া আমরা তথা সকল কিছুই অসহায় আপনি আমাদের হেফাজতকারী, ইয়া আল্লাহ্ আপনি আমাদের পাহার-সমুদ্রসম গুনা মাফ করে সৎ পথে চলার তৌফিক দান করুন, আপনি আমাদের মনের সকল নেক চাওয়া-পাওয়া পুরন করেদিন, আমাদেরকে শয়তানের কুমন্ত্র থেকে রক্ষা করুন…(আমিন)
আলহামদুলিল্লাহ্।
আমাকে আপনারা দয়া করে আল্লাহ নিরানব্বই নাম আমার মেইলে পাঠাবেন???
Email: [email protected]
Mashaallah
Mashaallah! Ami ekjon niyomit pathok. Quraneralo er protita post onek sundor ebong jothesto kono ekta topic jonno.