মৃত অন্তর এবং অন্ত:সার শূন্য দোয়া

31
2737

একদিন ইব্রাহিম ইবনে আদহাম (মৃত্য: ১৬২ হিজরী) (রাহিমাহুল্লাহ) বসরা শহরের একটি বাজারের পাশ দিয়ে যাচ্ছিলেন। লোকজন তার পাশে সমবেত হয়ে জিজ্ঞাস করল:

হে আবু ইসহাক ! আল্লাহ সুবহানাহু তা’আলা কুরআনে বলেন: “আমাকে ডাক, আমি তোমাদের ডাকে সাড়া দিব” কিন্তু আমরা অনেক প্রার্থনা করার পরও আমাদের দোয়া কবুল হচ্ছেনা। সে (ইব্রাহিম) বললেন, “ওহে বসরার অধিবাসী, দশটি ব্যাপারে তোমাদের অন্তর মরে গেছে।

প্রথম: তোমরা আল্লাহ সম্পর্কে অবগত কিন্তু তার প্রদত্ত কর্তব্যসমূহ পালন কর না;

দ্বিতীয়: তোমরা কুরআন পড় কিন্তু সে অনুযায়ী আমল কর না;

তৃতীয়: তোমরা দাবী কর যে রাসূলুল্লাহ -সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম কে ভালবাস কিন্তু তার সুন্নাহকে পরিত্যাগ কর;

চতুর্থ: তোমরা নিজেদেরকে শয়তানের শত্রু হিসাবে দাবী কর কিন্তু তোমরা তার পদাংক অনুসরন কর;

পঞ্চম: তোমার জান্নাতে যেতে উদগ্রীব কিন্তু তার জন্য পরিশ্রম কর না;

ষষ্ঠ: তোমরা জাহান্নামের ভয়ে আতঙ্কিত কিন্তু পাপের ম্যাধমে প্রতিনিয়ত তার নিকটবর্তী হচ্ছ;

সপ্তম: তোমরা স্বীকার কর মৃত্য অনিবার্য কিন্তু তার জন্য নিজেকে প্রস্তুত কর না;

অষ্টম: তোমরা সর্বদা অন্যর দোষ বের করতে সচেষ্ট কিন্তু নিজের দোষ-ত্রুটির ব্যাপারে উদাসীন;

নবম: তোমারা আল্লাহ’র অনুগ্রহ উপভোগ কর কিন্তু তার জন্য শুকরিয়া আদায় কর না;

দশম: তোমরা মৃতদেহ’র দাফন সম্পন্ন করার পর তার থেকে শিক্ষা গ্রহন কর না।

আবু নুয়াইম, হিলিইয়া আল-আউলিয়া ৮:১৫,১৬

Translated by: সাহাবীগন ও সত্যনিষ্ঠ অনুসারীগণের উদ্ধৃতি Blog


'আপনিও হোন ইসলামের প্রচারক'
প্রবন্ধের লেখা অপরিবর্তন রেখে এবং উৎস উল্লেখ্য করে
আপনি Facebook, Whatsapp, Telegram, ব্লগ, আপনার বন্ধুদের Email Address সহ অন্য Social Networking ওয়েবসাইটে শেয়ার করতে পারেন, মানবতার মুক্তির লক্ষ্যে ইসলামের আলো ছড়িয়ে দিন। ইসলামি দা’ওয়াহ্‌র ৮০ টিরও বেশী উপায়! বিস্তারিত জানতে এইখানে ক্লিক করুন "কেউ হেদায়েতের দিকে আহবান করলে যতজন তার অনুসরণ করবে প্রত্যেকের সমান সওয়াবের অধিকারী সে হবে, তবে যারা অনুসরণ করেছে তাদের সওয়াবে কোন কমতি হবেনা" [সহীহ্ মুসলিম: ২৬৭৪]

দ্বীনী খিদমায় অংশ নিন

31 COMMENTS

  1. হে আল্লাহ তুমি আমাদের হৃদয় আলোকিত করে দাও।আমিন।

  2. হে আল্লাহ তুমি আমাদের হৃদয় আলোকিত করে দাও।আমিন।

  3. হে আল্লাহ তুমি আমাদের হৃদয় আলোকিত করে দাও।আমিন।

  4. হে আল্লাহ তুমি আমাদের হৃদয় আলোকিত করে দাও।আমিন।

  5. হে আল্লাহ তুমি আমাদের হৃদয় আলোকিত করে দাও।আমিন।

  6. হে আল্লাহ তুমি আমাদের হৃদয় আলোকিত করে দাও।আমিন।

  7. হে আল্লাহ তুমি আমাদের হৃদয় আলোকিত করে দাও।আমিন।

  8. হে আল্লাহ তুমি আমাদের হৃদয় আলোকিত করে দাও।আমিন।

  9. হে আল্লাহ তুমি আমাদের হৃদয় আলোকিত করে দাও।আমিন।

  10. হে আল্লাহ তুমি আমাদের হৃদয় আলোকিত করে দাও।আমিন।

  11. হে আল্লাহ তুমি আমাদের হৃদয় আলোকিত করে দাও।আমিন।

  12. হে আল্লাহ তুমি আমাদের হৃদয় আলোকিত করে দাও।আমিন।

  13. হে আল্লাহ তুমি আমাদের হৃদয় আলোকিত করে দাও।আমিন।

  14. হে আল্লাহ তুমি আমাদের হৃদয় আলোকিত করে দাও।আমিন।

  15. হে আল্লাহ তুমি আমাদের হৃদয় আলোকিত করে দাও।আমিন।

  16. হে আল্লাহ তুমি আমাদের হৃদয় আলোকিত করে দাও।আমিন।

  17. হে আল্লাহ তুমি আমাদের হৃদয় আলোকিত করে দাও।আমিন।

  18. হে আল্লাহ তুমি আমাদের হৃদয় আলোকিত করে দাও।আমিন।

  19. হে আল্লাহ তুমি আমাদের হৃদয় আলোকিত করে দাও।আমিন।

  20. হে আল্লাহ তুমি আমাদের হৃদয় আলোকিত করে দাও।আমিন।

  21. হে আল্লাহ তুমি আমাদের হৃদয় আলোকিত করে দাও।আমিন।

  22. যে আল্লাহর কাছে হেদায়াত চায়- আল্লাহ তাকে হেদায়াত দান করেন
    আর যে অবাধ্য হতে চায়- আল্লাহ তাকে অবাধ্যতায় ছেড়ে দেন-=
    “বলুন, যারা পথভ্রষ্টতায় আছে, দয়াময় আল্লাহ তাদেরকে যথেষ্ট অবকাশ দেবেন; এমনকি অবশেষে তারা প্রত্যক্ষ করবে যে বিষয়ে তাদেরকে ওয়াদা দেয়া হচ্ছে, তা আযাব হোক অথবা কেয়ামতই হোক। সুতরাং তখন তারা জানতে পারবে কে মর্তবায় নিকৃষ্ট ও দলবলে দূর্বল।
    যারা সৎপথে চলে আল্লাহ তাদের পথপ্রাপ্তি বৃদ্ধি করেন এবং স্থায়ী সৎকর্মসমূহ তোমার পালনকর্তার কাছে সওয়াবের দিক দিয়ে শ্রেষ্ঠ এবং প্রতিদান হিসেবেও শ্রেষ্ট”।
    ১৯; (৭৫-৭৬)

  23. আল্লাহ তা‘আলা আমাকে ও সকল মুসলিমদের তাঁর সন্তোষজনক এবং দুনিয়া ও আখেরাতের ক্ষেত্রে মঙ্গলজনক কাজের তাওফীক দান করুন; আমাদের সবাইকে আমাদের নফসের অনিষ্টতা, আমাদের কাজসমূহের অমঙ্গল এবং কাফের ও মুনাফেকদের সাদৃশ্যপনা থেকে মুক্ত রাখুন। তিনিই তো মহান দাতা ও পরম করুণাময়।

আপনার মন্তব্য লিখুন